বাসায় বসে বাইকের যত্ন নিন
আমার মতো অনেকের কাছেই বাইক একটি ইমোশনের জায়গা । লক-ডাউনে কিভাবে বাইকের যত্ন নেয়া যায় সে বিষয়ে আজকে আলোচনা করবো ।
বাইক কভার :
আপনার বাইকটি যদি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কোনো পার্কিং এ রেখে দিতে চান তাহলে অবশ্যই বাইক কভার করে রাখাই ভালো। কভার করে রাখলে ধুলাবালি থেকে তো রক্ষা পাতে পারে আপনার বাইকটি । পাশাপাশি অনন্যা ক্ষতির হাত থেকে ও রক্ষা পেতে পারে। অনেক সময় বাইকের উপর পাখির বিষ্টা পারতে পারে আর তা যদি বাইকের ট্যাংক বা কোনো উজ্জ্বল জায়গায় পরে এবং পরবর্তীতে যদি তা শুকিয়ে যায় তাহলে সেই ঝকঝকে অংশের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে শিশু কিশোররা অনেক সময় না বুঝে বাইকের ট্যাংক বা সিটে দাগ বসিয়ে দিতে পারে। কভার দিয়ে ঢেকে রাখলে এধরণের অনাকাঙ্খিত ঘটনার হাত থেকে খুব সহজ এ বাঁচা যায়।
নিরাপত্তা ব্যবস্থা :
সবার কাছেই তার প্রিয় বাইকটির নিরাপত্তা সবচেয়ে বেশি প্রাধান্য পায়।এটাই স্বাভাবিক, তাই না ? তাই বাইক পার্কিং করার আগে পার্কিং এর নিরাপত্তা ব্যবস্থা কেমন তা জেনে নেয়া খুবই প্রয়োজন। নিরাপত্তার জন্য বাইকে উন্নতমানের তালা / লক ব্যবহার করা যেতে পারে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরণের মোটোলক / টেসলোক পাওয়া যাচ্ছে। সেগুলো ও ব্যবহার করা যেতে পারে।
ইঞ্জিন অয়েল :
আপনার বাইকটি যদি তিন মাস বা তার অধিক সময় ধরে না চালানোর পরিকল্পনা থাকে তাহলে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে তারপর রাখুন। তাহলে ইঞ্জিন অয়েল বসে যাবেনা। এমন পরিস্থিতিতে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা ভালো।
আরো জানতে পারেন “কোয়ারেন্টাইন টাইম কিভাবে কাজে লাগাবেন ?? ”
ব্যাটারি:
বাইকটি দীর্ঘদিন বন্ধ রাখতে চাইলে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। এতে করে ব্যাটারির কার্য ক্ষমতার উপর কোনো প্রভাব পড়বে না। আর যদি আপনি আপনার বাইকের ব্যাটারী সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে না চান তাহলে প্রতি দুই বা তিন পরপর বাইক কিছু সময় এর জন্য স্টার্ট দিয়ে আবার রেখে দিতে পারেন। এতে করে ব্যাটারী কার্যক্ষমতা ঠিক থাকবে। কিন্তু বার বার বাইক স্টার্টের ফলে ফুয়েল অপচয় হবে। তাই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন রাখাই উত্তম।
ফুয়েল :
বাইকের জ্বালানি বাতাসের সংস্পর্শে এলে বাষ্প হয়ে কমতে থাকে। তাই দীর্ঘদিন বাইক না বন্ধ রাখতে হলে ট্যাংকে ফুয়েল কম রাখুন। এতে করে জ্বালানির অপচয় রোধ হবে।
পরিশেষে , বাইকের যত্ন নিন। কারণ আপনি বাইকের যেমন যত্ন নিবেন, বাইক আপনাকে তেমনই সার্ভিস দিবে।
Related Article: বর্ষাকালে বাইকের পরিচর্যা