মোবাইল বর্তমানে সবচেয়ে প্রিয় ব্যবহার যোগ্য ডিভাইস। যা ছাড়া আমাদের পথচলা অনেক কঠিন হয়ে পড়েছে। আধুনিক এই যুগে দৈনন্দিন সব কাজ মোবাইলের মাধ্যমেই সম্পাদন হয়ে থাকে। কথা বলার পাশাপাশি, অবসর সময় চিত্ত বিনোদনের সব কিছুর সমাধান মোবাইলে। কিন্ত আজকাল মোবাইল ব্যবহার মার্কেটিং এর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হয়ে উঠেছে, যা মোবাইল মার্কেটিং বা বিপণন হিসেবেও পরিচিত।
মোবাইল বিপণন হলো মোবাইল ডিভাইস ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে যেকোন কিছু প্রচার করার স্বার্থে গ্রাহকের কাছে ক্ষুদ্র বার্তা বা নোটিফিকেশন পৌঁছানো। চলুন জেনে নেয়া যাক মোবাইল মার্কেটিং কিভাবে কাজ করে? মোবাইল মার্কেটিং বর্তমানে গুরুত্বপূর্ণ ৩টি উপায়ে করা হয়ে থাকে, এই উপায়ে হয়ে থাকে, তাহলো
১।এস এম এস মার্কেটিং
২। এম এস মার্কেটিং
৩। ইন্টারনেট মার্কেটিং
SMS মার্কেটিং হচ্ছে কাস্টমারদের সংক্ষিপ্ত টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যম৷ মার্কেটাররা কাস্টমারের মোবাইলের মাধ্যমে তাদের বিভিন্ন পণ্য বা সার্ভিস প্রচার করার উদ্দেশ্যে এসএমএস পাঠিয়ে থাকেন৷ যেমন- কোন প্রোডাক্ট এর ডিসকাউন্ট, একটা কিনলে আরেকটা ফ্রি, এই ধরনের অফারও দেওয়া হয়ে থাকে।
কোন প্রোডাক্টের ভিডিও, অডিও, এবং ছবির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই এম এম এস মার্কেটিং করা হয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য বা কোন কিছু ক্রয় করার প্রতি আগ্রহ তৈরি হয়। এম এম এস মার্কেটিং হচ্ছে মোবাইল বিপনন এর জন্য নতুন একটি পদ্ধতি।
ইন্টারনেট মার্কেটিংঃ
এটি ফোনের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) সাথে যুক্ত থেকে কোন কিছুর লিঙ্কের মাধ্যমে পণ্য প্রচার, কেনা ও বিক্রয় করা হয়ে থাকে। সাথারণত গ্রাহকের মোবাইলে এটি পপ আপ বিজ্ঞাপণ হিসেবে সামনে আসে। তাই এই বিপণনকে মোবাইল ওয়েব মার্কেটিং নামেও জানা হয়।
পরিশেষে বলা যায়,
এই মোবাইল বিপণন পদ্ধতি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে, সবার হাতে হাতে থাকার কারণে নিমিষেই যেকোন কিছুর প্রচরণা করা যায়। তাই মার্কেটিং এর অন্যতম সেরা মাধ্যম হিসেবে মোবাইল মার্কেটিং সবার প্রধান আগ্রহের কেন্দ্রতে পরিণত হয়েছে। তাই মোবাইল মার্কেটিং অনেক কার্যকরী।